নিজস্ব প্রতিবেদক ; দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে চলায় সারাদেশে এক সপ্তাহের লকডাউন ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আজ রোববার এ প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এই সময়ে সড়কে কোনো ধরনের গণপরিবহন চলতে পারবে না।
প্রজ্ঞাপনে বলা হয়, লকডাউনের সময় ‘সকল প্রকার গণপরিবহন (সড়ক, নৌ, রেল ও অভ্যন্তরীণ ফ্লাইট) বন্ধ থাকবে। তবে পণ্য পরিবহন, উৎপাদন ব্যবস্থা, জরুরি সেবাদানের ক্ষেত্রে এই আদেশ প্রযোজ্য হবে না। এছাড়াও বিদেশগামী/বিদেশ প্রত্যাগত ব্যক্তিদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না।’
Comment here