নিজস্ব প্রতিবেদক : মহামারি করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে স্বাস্থ্য ও রোগ সংক্রান্ত যেকোনো বিষয়ে চিকিৎসাসেবা দেওয়ার জন্য দেশের বেসরকারি হাসপাতালগুলো প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক শেষে স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য বুলেটিনে এ কথা জানান তিনি।
বুলেটিনে এনামুর রহমান বলেন, ‘একটি ঘোষণা দিতে চাই যে স্বাস্থ্য ও রোগ সংক্রান্ত বিষয়ে কোনো বিভ্রান্ত হবেন না। আমাদের প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের অধীনে ৬৯টি মেডিকেল কলেজ হাসপাতাল আছে। এই হাসপাতালগুলো ২৪ ঘণ্টা খোলা এবং সব ধরনের রোগের চিকিৎসা দেওয়ার জন্য তারা সর্বদা প্রস্তুত আছে।’
হাসপাতালগুলোতে ডাক্তার, নার্স, টেকনিশিয়ান সবাই কাজ করছে জানিয়ে দুর্যোগ প্রতিমন্ত্রী বলেন, ‘আপনাদের যেকোনো জায়গায় কোনো অসুবিধা হলে, যেকোনো রোগে আক্রান্ত হলে আপনার নিটকবর্তী প্রাইভেট মেডিকেল হাসপাতালগুলোতে যাবেন, আপনাদের সকলকে সব ধরনের চিকিৎসার নিশ্চয়তা আমরা দিচ্ছি।’
তিনি আরও বলেন, ‘করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো দুর্যোগে, যেকোনো মহামারিতে অথবা ক্রাইসিসে আমরা এই ৬৯টি প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতাল সরকারের পাশে থেকে জনগণকে সেবা দেওয়ার জন্য বদ্ধপরিকর।’
বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১১২ জন আক্রান্ত হয়েছেন। এই নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩০ জন।
এ ছাড়া গতকাল থেকে আজকে পর্যন্ত মৃত্যুবরণ করেছেন আরও একজন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১ জনে। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
Comment here