সব ধরনের নৌযান চলাচল শুরু কাল - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

সব ধরনের নৌযান চলাচল শুরু কাল

ইউএনবি : ঘূর্ণিঝড বুলবুলের প্রভাব অনেকটা স্বাভাবিক হওয়ায় আবহাওয়া অনুকূলে থাকা সাপেক্ষে আগামীকাল সোমবার সকাল থেকে সারা দেশের অভ্যন্তরীণ নৌরুটে যাত্রিবাহী লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল করবে।

আজ রোববার রাতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এ তথ্য জানিয়েছে।ads

নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খান জানান, সোমবার সকাল ৬টা থেকে লঞ্চ চলাচল শুরু হবে। বিআইডব্লিউটিএ এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে রোববার নোটিশ পাঠিয়েছে।

প্রসঙ্গত, ঘূর্ণিঝড় বুলবুলের কারণে গত শুক্রবার সব রুটের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিএ।

Comment here