নিজস্ব প্রতিবেদক : ঐক্য পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক গতকাল সন্ধা (৭.৩০) ঘটিকায় ০৪-১২-২০১৯সি এন্ড এফ এজেন্ট স্টাফ এসোসিয়েশন, বেনাপোল এর ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষে এভাবেই ঐক্য পরিষদেরসকলশুভানুধ্যায়ীদের
দিক নির্দেশনা, মতামত ও ভালোবাসার নিদর্শন অনুযায়ী পরবর্তী দিনগুলো ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ।
পরিষদ এর -সভাপতি -ও -সাধারণ -সম্পাদক বাছাই শেষ হলো !
বুধবার সন্ধায় বেনাপোল কাস্টমস হাউস বেনাপোলের বিপরীতে সোনালী ভবনের পিছনে ঐক্য পরিষদ এর এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে উক্ত আলোচনা সভায় সি এন্ড এফ এজেন্ট স্টাফ এসোসিয়েশন বেনাপোল এর ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে আসছে আগামী ১৩-০১-২০২০ নির্বাচন ধার্য করেন সংশ্লিষ্ট এসোসিয়েশনের নির্বাচন কমিশনার জনাব মোঃহামিদুর রহমান হামিদ ।
এসময় উপস্থিত ছিলেন ঐক্য পরিষদের সকল শুভানুধ্যায়ী, বন্ধু, সকল শাখার সহযোদ্ধা সকল সদস্যদের মতামত ও আলোচনায় সিদ্ধান্ত মোতাবেক
জনাব মোঃজহিরুল ইসলাম রিপন সভাপতি ও জনাব মোঃ সাজেদুর রহমান কে সাধারণ সম্পাদক
এবং হাসানুজ্জামান তাজিন কে সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত করে প্যানেল ঘোষণা করেন ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা বড় ভাই সৎ ও নির্ভিক মোঃইমামুল ইসলাম, উপদেষ্টা বারোপোতা শিকড়ী অন্যতম ব্যাক্তিত্ব বড় ভাই মোঃআশানুর রহমান এবং সদস্য সচিব মোঃআওয়াল হোসেন সকল সদস্যভাইদের দোয়া ও সমর্থন প্রতাশা করে বলেন যে ঐক্যপরিষদের এই লড়াই সাধারন সদস্য ভাই দের সম্মান তথা ভোটাধিকার আদায়ের অঙ্গিকার
সি এন্ড এফ এজেন্ট স্টাফ এসোসিয়েশন, বেনাপোল এর সকল সদস্য বৃন্দদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন পরিষদের নিতীনির্ধারক, উপদেষ্টা মন্ডলির সদস্যবৃন্দ । সব শেষে দোয়া প্রার্থনা করে প্রথম নির্বচনী আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।
Comment here