জাতীয়

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মাস্ক ব্যবহারের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক : বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দায়িত্ব পালনকালে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মুখে মাস্ক পরার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এই তথ্য নিশ্চিত করেছেন।

দেশে করোনাভাইরাসের প্রকোপ নিয়ন্ত্রণে ৯ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এরপর দুদিন সাপ্তাহিক ছুটি থাকায় ১১ এপ্রিল পর্যন্ত টানা ছুটি থাকছে।

সম্প্রতি এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি কর্মকর্তাদের ছুটিতে ঘরে বসে কাজ করার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, ‘ছুটি মানে এই না সবাই একেবারে কাজ ছেড়ে বসে থাকবে। যার যার কাজ করতে হবে। ঘরে বসে করবে। কিন্তু মানুষের সাথে দূরত্ব বজায় রাখতে হবে। কারণ দেখা যাচ্ছে এটা মানুষ থেকে মানুষের মধ্যে সংক্রমিত হয়ে যাচ্ছে।’

সরকার পক্ষ থেকে জানানো হয়েছে, দেশে বর্তমানে নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫৬ জন। আক্রান্তদের মধ্যে ২৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আর মারা গেছেন ৬ জন।

Comment here

Facebook Share