সাকরাইন উৎসবে নিষিদ্ধ হচ্ছে আতশবাজি-ফানুস - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

সাকরাইন উৎসবে নিষিদ্ধ হচ্ছে আতশবাজি-ফানুস

নিজস্ব প্রতিবেদক : অগ্নিকাণ্ড এড়াতে পুরান ঢাকার সাকরাইন উৎসবে আতশবাজি ও ফানুস ওড়ানোয় নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।পৌষ সংক্রান্তির এ অনুষ্ঠান ঘিরে ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, সাকরাইন উৎসবে দুর্ঘটনা এড়াতে আতশবাজি ও ফানুস ওড়ানোর ওপর নিষেধাজ্ঞা দেওয়ার ব্যবস্থা করছি। এ নিয়ে পুরান ঢাকার বিভিন্ন কমিউনিটির নেতাদের সঙ্গে আমরা কথা বলব।

কমিশনার আরও বলেন, বাড়ি বাড়ি গিয়ে আতশবাজি ও ফানুস ওড়ানোর কার্যক্রম বন্ধ করা কঠিন। আমরা পুরান ঢাকার সর্দারদের নিয়ে বসে এ বিষয়ে কথা বলব, এগুলো বন্ধের উদ্যোগ নিচ্ছি।

এবার থার্টিফার্স্ট নাইটে ঢাকায় আতশবাজি ও ফানুস ওড়ানোর কারণে অগ্নিকাণ্ড ঘটেছে। ওই দিন সারাদেশ থেকে প্রায় ২০০টি অগ্নিকাণ্ডের খবর আসে ফায়ার সার্ভিসে।

আগামীকাল শুক্রবার পুরান ঢাকার বিভিন্ন এলাকায় সাকরাইন উৎসব উদযাপন করা হবে। ঘুড়ি ওড়ানো, আতশবাজি ও ফানুস ওড়ানোর মধ্য দিয়ে এ উৎসব উদযাপন করা হয়। এবার আতশবাজি ও ফানুস নিষিদ্ধ করা হলেও ঘুড়ি উড়াতে পারবেন উদযাপনকারীরা।

 

Comment here