নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্রসৈকতে আবারও একটি মৃত তিমি ভেসে এসেছে। এর আগে গতকাল শুক্রবার দুপুর দেড়টার দিকে আড়াই টন ওজনের একটি মৃত তিমি দরিয়ানগর এলাকার সমুদ্রসৈকতে ভেসে আসে। সেটিকে কয়েক টুকরো করে মাটিতে পুঁতে ফেলেন কক্সবাজার জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তরসহ সংশ্লিষ্টরা।
আজ শনিবার সকালে কক্সবাজার সমুদ্র সৈকতের মেরিন ড্রাইভসংলগ্ন হিমছড়ি পয়েন্টে নতুন ভেসে আসা মৃত তিমিটিকে দেখা গেছে। তিমিটি আনুমানিক সাত বছর বয়সী এবং ৪২ ফুট দীর্ঘ পাঁচ ফুট প্রস্থ হবে বলে ধারণা স্থানীয় জেলেদের।
সাগরে মৃত তিমি ভেসে আসার খবরে ঘটনাস্থলে ছুটে গেছেন স্থানীয় লোকজনসহ উৎসুক জনতা। অনেকে তিমির পাশে ঘেঁষে ছবি তুলছেন। গণমাধ্যমকর্মীরাও মৃত তিমিটির ছবি ও ভিডিও ধারণ করেছেন।
কক্সবাজার সমুদ্রসম্পদ রক্ষা আন্দোলনের সমন্বয়ক মফিজুর রহমান মফিজ গণমাধ্যমকে জানান, বঙ্গোপসাগরে জাহাজ চলাচলের সময় আঘাতের কারণে তিমিটি মারা যেতে পারে। তিমিটির ওজন আনুমানিক আড়াই টনের মতো হবে।
Comment here