নিজস্ব প্রতিবেদক : টিকা নিয়ে সম্প্রতি প্রকাশিত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিবেদন সঠিক নয় বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। প্রতিবেদন প্রত্যাখ্যান করে তিনি বলেন, ‘প্রতিবেদনটি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল নন-ট্রান্সপারেন্ট কাজ করেছে।’
জাহিদ মালেক বলেন, ‘স্বাস্থ্য বিভাগের ভাবমূর্তি এবং কোভিড মোকাবিলায় এর সাফল্যকে কলঙ্কিত করার জন্য প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।’
আজ সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘চীনা ভ্যাকসিনের দাম ভারত থেকে কেনা ভ্যাকসিনের কাছাকাছি। আপনারা দাম অনুমান করে নিতে পারেন।’
তিনি আরও বলেন, ‘বিশ্বের মধ্যে বাংলাদেশে সবচেয়ে কম দামে জনগণকে করোনা টিকা দেওয়া হয়েছে।’ টিআইবি তাদের প্রতিবেদনে যে নমুনা ব্যবহার করেছে তা খুবই সংক্ষিপ্ত বলে উল্লেখ করেন মন্ত্রী।
সম্প্রতি ‘করোনাভাইরাস সংকট মোকাবিলায় সুশাসন: অন্তর্ভুক্তি ও স্বচ্ছতার চ্যালেঞ্জ’ শিরোনামে এ গবেষণা প্রতিবেদন প্রকাশ করে টিআইবি।
Comment here