সিদ্দিকবাজারের ক্ষতিগ্রস্ত ভবনে দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান চলছে - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

সিদ্দিকবাজারের ক্ষতিগ্রস্ত ভবনে দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান চলছে

নিজস্ব প্রতিবেদক : গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণ হওয়া ভবনটিতে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান চলাচ্ছে সেনাবাহিনীর সদস্যরা। আজ বুধবার সকালে সেনা সদস্যদের নেতৃত্বে এই অভিযান শুরু হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগীয় উপপরিচালক দীনমনি শর্মা।

অভিযান শুরুর পর ধসে যাওয়া ভবনের নিচের মালামাল সরাতে শুরু করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। উদ্ধার কাজের জন্য ঘটনাস্থল এবং আশপাশে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের উপপরিচালক বাবুল চক্রবর্তী সাংবাদিকদের বলেন, ‘আমরা সকাল ৯টা থেকে আবার উদ্ধারকাজ শুরু করেছি। সেনাবাহিনীর আরেকটা টিম আসার কথা, ওরাও আসবে।’

এর আগে গতকাল রাতে ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগীয় উপপরিচালক দীনমনি শর্মা বলেন, ‘মঙ্গলবার রাত ১১টায় আমরা ভবনটিতে উদ্ধার অভিযান সাময়িকভাবে স্থগিত করি। এ সময় আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছি বিস্ফোরণের ফলে ভবনটির বেসমেন্ট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং যে কোনো সময় ধসে পড়তে পারে। এ অবস্থায় ভবনটিতে উদ্ধার অভিযান চালানো খুবই ঝুঁকিপূর্ণ।’

তিনি আরও বলেন, ‘সেনাবাহিনীর লোকজন ভবনটিকে সাময়িকভাবে স্টেবল করবে। ভবনটি স্টেবল হওয়ার পর আমরা পুনরায় উদ্ধার অভিযান শুরু করব। আমরা মূলত ভবনটির বেসমেন্টে অভিযান পরিচালনা করব।’

এদিকে বিস্ফোরণে ঘটনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৮ জন। আহত হয়েছেন অনেকে। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। নিহত ১৬ জনের মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করা হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে পাশাপাশি দুটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়। একটি ভবন সাততলা, আরেকটি পাঁচতলা। এর মধ্যে সাততলা ভবনের বেসমেন্ট, প্রথম ও দ্বিতীয় তলা বিধ্বস্ত হয়েছে। আর পাঁচতলা ভবনের নিচতলা বিধ্বস্ত হয়েছে।

 

Comment here