মাজহারুল ইসলাম বাদল নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সিদ্ধিরগঞ্জের ১ নং ওয়ার্ডে ৬৮ লাখ টাকা ব্যয়ে আরসিসি রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৮ ফেব্রুয়ারী) বিকালে এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন নাসিক ১ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব ওমর ফারুক ও সংরক্ষিত নারী কাউন্সিলর মাকসুদা মুজাফ্ফর।
১ নং ওয়ার্ডের সিআইখোলা হাজীনগর মোশাররফ হোসেনের বাড়ি থেকে কালাহাদিয়া মসজিদ হয়ে নুরু মিয়ার বাড়ি পর্যন্ত ৩’শ ২৫ মিটার এ কাজ করা হবে। হাবিবুল হাসানের মালিকানাধীন মেসার্স খাজা ট্রেডার্স এ কাজের কার্য্যাদেশ পেয়ে কাজ শুরু করেছে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক হাজী আবুল হোসেন, সিরাজুল ইসলাম, হাজী আহমদ উল্লাহ, সামসুল ইসলাম, নুরু মিয়া, আব্দুল হান্নান, মেহেদী হাসান, জাহাঙ্গীর আলম, মামুন ও সাগরসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
Comment here