জয়পুরহাট প্রতিনিধি ইমরান:- আজ বুধবার (২২জুলাই) সকাল প্রায় দশ ঘটিকায় জয়পুরহাট সদর থানার কুঠিবাড়ি ব্রীজ টু বিষ্ণুপুর রোডের মধ্যবর্তী জায়গা হাবু কামার মোড় সংলগ্নে সিমেন্ট ভর্তি ট্রাক উল্টে রাস্তার নিচে পড়ে।
রাস্তায় উপস্থিত লোকজন জানায়, জয়পুরহাট মূখী একটি সিএনজিকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এবং রাস্তার ধার ধসে ট্রাক নিচে পড়ে যায়। দূর্ঘটনা যুক্ত ট্রাকের হেলপার জানায়, ট্রাকে ৩৫০ পিচ সিমেন্ট বস্তা ছিল। ট্রাকের ড্রাইভার ও হেলপার গুরুতর আহত হয়।
রাস্তার ধারে খাদে সমস্ত সিমেন্টের বস্তা পড়ে যায়। স্থানীয় লোকজনের সাহায্যে সব বস্তা তোলার চেষ্টা চলছে।
জয়পুরহাট রিপোর্টার মোঃ ইমরান হোসেন
Comment here