সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে মাদক বিরোধী অভিযানে ২২০পিস ইয়াবা ট্যাবলেটসহ আরমান হোসেন পলাশ (৪৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ সদস্যরা। রবিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২’র ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ।
গ্রেফতারকৃত আরমান হোসেন পৌর এলাকার হোসেনপুর উত্তরপাড়া মহল্লার, লোকমান হোসেনের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত্রে সিরাজগঞ্জ শহরের হোসেনপুর এলাকায় রাস্তার উপরে মাদক বিরোধী অভিযান চালিয়ে
তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাজ থেকে ২২০ পিচ ইয়াবা ট্যাবলেট, ১টি মোবাইলসেট,১ টি সিমকার্ড উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
Comment here