সারাদেশ

সিরাজগঞ্জে উল্লাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইব্রাহিম প্রামানিক (কালু) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার(১৬ ফেব্রুয়ারি) ভোর রাতে পঞ্চক্রোশী ইউনিয়নের চরসাতবাড়ীয়া খেয়া ঘাট থেকে ১০০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটককৃত ইব্রাহিম প্রামানিক (কালু) চরসাতবাড়ীয়া গ্রামের সালামের ছেলে।
উল্লাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক উল্লাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক উল্লাপাড়া মডেল থানার এস আই আলাল হোসেন বলেন,গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাতে পঞ্চক্রোশী ইউনিয়নের চরসাতবাড়ীয়া খেয়া ঘাটে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। আসামী কালু দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন । আসামীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।

Comment here

Facebook Share