সারাদেশ

সিরাজগঞ্জে করোনা বিধিনিষেধ অমান্য করে তাড়াশে চলছে গ্রাম্য মেলা

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি : বৃহস্পতিবার ভোর থেকেই তাড়াশ উপজেলার তালম গ্রামের মহসীন বাজারে বসতে থাকে মেলায় আগত বিভিন্ন ধরনের দোকান। বেলা ১১টা পর্যন্ত এই প্রতিবেদক অবহিত করার আগে এই বিষয়ে জানা ছিল না স্থানীয় প্রশাসনের।
মেলা ঘুরে দেখা যায়, কোন প্রকার সামাজিক দূরত্ব না মেনেই বসেছে দোকানপাটগুলো। প্রতিটি দোকানের সামনে ক্রেতাদের ভীড়। নেই নূন্যতম সতর্কতা। বড়দের পাশাপাশি মেলায় ভীড় দেখা যায় শিশুদেরও।
প্রতিবছর এই দিনে রীতি অনুযায়ী এই মেলাটি বসে নাটোর জেলার সিংড়া থানার অন্তর্গত বড়গ্রাম পাড়ায়। স্থানীয় লোকজনের বাঁধায় এবার সেখানে এই মেলার আয়োজনে ব্যাঘাত ঘটলে সেটি বসে পাশের তাড়াশ থানার তালম গ্রামে।
এ বিষয়ে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহানকে অবহিত করলে তিনি বিষয়টি দেখবেন বলে জানান।
এর আগে উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনি বলেন, প্রতি বছরই তাড়াশ উপজেলার বিভিন্ন গ্রামে মেলা বসে। কিন্তু এবার করোনা দূর্যোগের কারণে উপজেলায় কোন মেলা বসার অনুমতি দেওয়া হয়নি। সেক্ষেত্রে নির্দেশনা অমান্য করে মেলা বসানো হয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্বাসউজ্জামান ও গ্রামের গণ্যমাণ্যদের অবহিত করা হলে তারাও মেলার আয়োজন কারা করেছে সে বিষয়ে জানেন না বলে জানান।

Comment here

Facebook Share