সিরাজগঞ্জে তিন লাখেরও বেশি মানুষ পানিবন্দি প্রায় অর্ধলক্ষাধিক তাঁত পানিতে ডুবে গেছে - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

সিরাজগঞ্জে তিন লাখেরও বেশি মানুষ পানিবন্দি প্রায় অর্ধলক্ষাধিক তাঁত পানিতে ডুবে গেছে

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি : ধীর গতিতে কমছে সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি। যমুনার পানি কমতে থাকলেও টানা বৃষ্টিতে অভ্যন্তরীণ নদ-নদীর পানি বাড়ায় প্রতিদিনই বাড়ছে পানিবন্দি পরিবারের সংখ্যা। জেলার ছয়টি উপজেলার ৪৫টি ইউনিয়নের প্রায় তিন লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে চরম দুর্ভোগের মধ্য দিয়ে দিনপাত করছেন। নিজেদের জন্য বিশুদ্ধ পানি আর খাবারের সংকট তো রয়েছেই, সেই সঙ্গে দেখা দিয়েছে গো খাদ্যেরও সংকট। এছাড়া তাঁত প্রধান এলাকা এনায়েতপুর,খুকনী, বেলকুচি ও শাহজাদপুরের প্রায় অর্ধলক্ষাধিক তাঁত পানিতে ডুবে গেছে। এনায়েতপুর থেকে শাহজাদপুর যাওয়ার রাস্তায় পানি ওঠায় বিপাকে পড়েছে তাঁত ব্যবসায়ীরা।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুর রহিম বলেন, জেলায় ৭৮ হাজার ৪৫৭টি পরিবারের তিন লাখ ৪০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে সাড়ে ৫৩ কিলোমিটার রাস্তা ও বাঁধ এবং ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠান, চারটি ইউনিয়ন পরিষদ ভবন এবং তিনটি কমিউনিটি ক্লিনিক। এ ছাড়া ৬৩৩টি ঘরবাড়ি সম্পূর্ণ এবং পাঁচ হাজার ৮০৫টি ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তলিয়ে গেছে ১৪ হাজার ১৩ হেক্টর জমির ফসল। বন্যাকবলিত মানুষের জন্য ৪০০ টন (জিআর) চাল বরাদ্দ পাওয়া গেছে। ইতোমধ্যে ১৪২ টন চাল বিতরণ করা হয়েছে। বর্তমানে মজুদ আছে ২৫৮ টন চাল। শিশুখাদ্য ও গো-খাদ্যের জন্য চার লাখ টাকা বিতরণ করা হয়েছে।

Comment here