সিরাজগঞ্জে বেলকুচি, এনায়েতপুর ও চৌহালীতে বিএনপি'র খাদ্য সামগ্রী বিতরণ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

সিরাজগঞ্জে বেলকুচি, এনায়েতপুর ও চৌহালীতে বিএনপি’র খাদ্য সামগ্রী বিতরণ

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে বেলকুচি, এনায়েতপুর ও চৌহালীতে তারেক রহমানের নির্দেশে বিএনপি’র খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশে বেলকুচি, এনায়েতপুর ও চৌহালীতে অসহায় দুঃস্থ, কর্মহীন, প্রতিবন্ধী ২ হাজার ৫শ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সিরাজগঞ্জ-৫, বেলকুচি-চৌহালী আসনের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির সহ-প্রচার সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম তারেক রহমানের নির্দেশে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।
বেলকুচি, এনায়েতপুর, চৌহালীতে ১৩টি ইউনিয়নে এবং পৌরসভায় প্রতিটি ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেন। খাদ্য সামগ্রী মধ্যে ছিল, চাল, ডাল, আলু, পিঁয়াজ ও সয়াবিন তেল। এছাড়াও করোনা ভাইরাস সচেতনতায় সরকারি নির্দেশনা মেনে চলে সকল স্তরের মানুষকে সামাজিক দূরত্ব বজায় রেখে সবার জীবনের নিরাপত্তার জন্য সকলকে ঘরে থাকার জন্য প্রচারণা চালান। খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক গোলাম আযম, ভাঙ্গাবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম গোলাম, পৌর বিএনপির নেতা মিয়া শামীম, বেলকুচি উপজেলা যুবদলের সাবেক সভাপতি বনী আমিন, হাফেজ শাহীন রেজা প্রমুখ।

Comment here