সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি : আজ শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের পূর্ব চর কৈজুরী গ্রামে দুই গ্রুপের সংঘর্ষের প্রস্তুতিকালে অভিযান চালিয়ে বিপুল পরিমান দেশীয় অস্ত্রসস্ত্র উদ্ধার করেছে শাহজাদপুর থানা পুলিশ।
উদ্ধারকৃত দেশীয় অস্ত্রসস্ত্রের মধ্যে রয়েছে রামদা, ছোঁড়া, টেটা, ফালা, হলঙ্গা, বল্লম, চাকু, চাপাতি, লোহার রড।
এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান প্রেস ব্রিফিংয়ে জানান, ‘উপজেলার কৈজুরী ইউনিয়নের পূর্ব চর কৈজুরী গ্রামে সংঘর্ষের প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর থানা পুলিশ ৪টি দলে বিভক্ত হয়ে ওই গ্রামে অভিযান চালায়। এ সময় দুই গ্রুপের সমর্থকদের বাড়ি বাড়ি তল্লাশি করে এসব দেশীয় অস্ত্রসস্ত্র উদ্ধার করা হয়। ভবিষ্যতেও যে কোন ধরনের সংঘর্ষ এড়াতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Comment here