সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে ৯ হাজার ৬’শ ভায়ালে ৯৬ হাজার ডোজ করোনার টিকা পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন ডাঃ জাহিদুল ইসলাম।
আজ শুক্রবার ২৯ জানুয়ারী দুপুর ২টায় খোকশাবাড়ি ১০ শয্যা বিশিষ্ট পল্লী হাসপাতালের ইপিআই কোল্ড স্টোরে ভায়াল গ্রহণ করেন সিভিল সার্জন ডা: জাহিদুল ইসলাম।
ভায়াল গ্রহণ করার পর সাংবাদিকদের সিভিল সার্জন ডা: জাহিদুল ইসলাম বলেন, এখন পর্যন্ত করোনার মোকাবিলার জন্য সিরাজগঞ্জ জেলার জন্য ৯ হাজার ৬’শ ভায়াল গ্রহণ করেছি। একটি ভায়াল থেকে ১০টি ডোজ তৈরী হবে প্রতিটি ব্যক্তির জন্য ১টি ডোজ দেওয়া হবে।সেই মোতাবেক ৯ হাজার ৬’শ ভায়াল থেকে ৯৬ হাজার ব্যক্তিকে করোনার টিকা দিতে পারব। এরপর ইপিআই সেন্টার কোল্ড রুমে সংরক্ষন করা হয়।
ইতিমধ্যে এ্যাপস এর মাধ্যমে টিকা গ্রহনকারীদের নিবন্ধন শুরু হয়েছে। করোনার ভ্যাকসিন গ্রহণের সময় ওষুধ প্রশাসনের কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, সাংবাদিক ও আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Comment here