সিলেটের চলমান বন্যা পরিস্থিতি বিবেচনায় সাদাপাথর, জাফলংসহ কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার সব পর্যটন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।দুই উপজেলার নির্বাহী কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
গোয়াইনঘাট উপজেলার জাফলং, বিছানাকান্দি, জলাবন রাতারগুল, পান্থুমাই এবং কোম্পানীগঞ্জের সাদাপাথর, উৎমা ছড়াসহ জনপ্রিয় পযর্টনকেন্দ্রে পর্যটকেরা আপাতত যেতে পারবেন না।
এ বিষয়ে আজ মঙ্গলবার গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম বলেন, ‘গোয়াইনঘাটে আকস্মিক বন্যা পরিস্থিতির অবনতি ঘটায় জনস্বার্থে এবং জননিরাপত্তা নিশ্চিত করার জন্য পর্যটনকেন্দ্রগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে।’
কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সুনজিৎ কুমার সিংহ বলেন, ‘পরিস্থিতি বিবেচনায় জননিরাপত্তার জন্য আজ দুপুরে উপজেলা পর্যটন কমিটির সভায় উপজেলার পর্যটনকেন্দ্রগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।’
Comment here