সিলেটের হাওরে তরুণীর মস্তকবিহীন লাশ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সমগ্র বাংলাসিলেট

সিলেটের হাওরে তরুণীর মস্তকবিহীন লাশ

প্রতিনিধি, সিলেট : সিলেটের ওসমানীনগর উপজেলার একটি হাওর থেকে অজ্ঞাতনামা এক তরুণীর মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল সোমবার রাতে উপজেলার বুরঙ্গা ইউনিয়নের প্রথমপাশা ঝুগিডুরা হাওর থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, তরুণীর বয়স আনুমানিক ২০ বছর। গতকাল রাত আটটার দিকে হাওরে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশের ধারণা, সপ্তাহখানেক আগে তরুণীকে হত্যা করে লাশ হাওরে ফেলে রাখা হয়।

পুলিশ সূত্র জানিয়েছে, ময়নাতদন্তের জন্য লাশ আজ মঙ্গলবার দুপুরের দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ মোবারক প্রথম আলোকে বলেন, পুলিশ এ ঘটনায় একটি হত্যা মামলা করবে। তরুণীর পরিচয় শনাক্ত ও তাঁর বিচ্ছিন্ন মস্তকের সন্ধান করবে পুলিশ। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চালছে।

Comment here