সিলেটে ট্রেন খাদে পড়ে নিহত ৪ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সমগ্র বাংলাসিলেট

সিলেটে ট্রেন খাদে পড়ে নিহত ৪

সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেন কুলাউড়ার বরমচাল রেলক্রসিং এলাকায় লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকটি বগি ছিটকে খাদে পড়ে অন্তত চারজন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শতাধিক মানুষ।

উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

রোববার রাত ১২টার দিকে এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় ব্যাপক হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

অতিরিক্ত যাত্রীর কারণেই ট্রেনটির বগিগুলো লাইনচ্যুত হয় বলে রেলযাত্রীদের ধারণা।

মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনায় এ পর্যন্ত চারজন নিহত হয়েছেন। তাদের কারও পরিচয়ই জানা যায়নি। লাশগুলো পুলিশের হেফাজতে আছে।’

রাশেদুল ইসলাম আরও বলেন, ‘এ ঘটনায় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।’

Comment here