বিনোদন প্রতিবেদক : শিশুদের জন্য সিসিমপুর নিয়ে আসছে নতুন আয়োজন, ‘সিসিমপুর রংবেরঙের গল্প’। টেলিভিশন অনুষ্ঠানের পাশাপাশি সিসিমপুরের রয়েছে অনেক অনেক গল্পের বই। এবার সিসিমপুরের গল্পের বইগুলো আসছে টেলিভিশন পর্দায়।
বইয়ের গল্পগুলোতে কণ্ঠ আর মজার মজার সব অলংকরণ যোগ করে তা ভিন্নমাত্রায় পরিবেশন করা হবে শিশুদের জন্য। ফলে ছোট্ট বন্ধুরা সিসিমপুরের বইগুলোর দারুণ দারুণ সব গল্প শুনতে এবং দেখতে পাবে টিভির পর্দায়। আর যে অনুষ্ঠানে তা দেখতে পাবে তার নাম ‘রংবেরঙের গল্প’। প্রচারিত হবে দুরন্ত টিভিতে।
বিশেষ এই উদ্যোগ সম্পর্কে সিসিমপুরের নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহ আলম বলেন, ‘সিসিমপুর সবসময়ই শিশুদের সামনে নতুন কিছু নিয়ে হাজির হতে চায়। আমরা দেখেছি শিশুরা গল্প শুনতে অনেক পছন্দ করে। তার প্রমাণ পাই বাংলা একাডেমি কর্তৃক আয়োজিত বই মেলায়। শিশুদের এই চাহিদাকে মাথায় রেখে আমরা এই নতুন উদ্যোগ নিয়েছি।’
তিনি বলেন, ‘“রংবেরঙের গল্প” অনুষ্ঠানটিতে সিসিমপুরের গল্পের বইগুলো ভিন্নমাত্রায় পরিবেশন করা হবে। আশা করি আমাদের ছোট্ট বন্ধুদের ভালো লাগবে এবং তারা গল্পের বই পড়ায় আরো উৎসাহী হবে।’
১৭ জুলাই থেকে ‘রংবেরঙের গল্প’ অনুষ্ঠানে সিসিমপুরের গল্পগুলো ধারাবাহিকভাবে প্রচারিত হবে সপ্তাহের প্রতি শুক্র ও শনিবার বিকেল ৫টা ৩০ মিনিট ও রাত ৯ টায় দুরন্ত টিভির পর্দায়।
Comment here