জয়ন্ত সাহা যতন,সুন্দরগঞ্জ প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জে ইদ্রিস আলী নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার শ্রীপুর ইউনিয়নের ভেলারায় গ্রামের বাঁশঝাড় থেকে তার লাশ উদ্ধার হয়।
ইদ্রিসের মৃত্যুর ব্যাপারে ধারণা দিতে পারেননি স্বজনরা।
স্থানীয় সূত্র জানায়, ইদ্রিস আলী ভেলারায় গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে। সোমবার নিজ গ্রামে আজাদ মিয়ার বাড়ির উত্তর পাশে একটি বাঁশঝাড়ের ভিতর পাওয়া যায় ইদ্রিসের লাশ। লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে। ইদ্রিসকে হত্যার পর লাশ সেখানে ফেলে রাখা হয় বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় ইদ্রিসের ছেলে সবুজ মিয়া বাদি হয়ে সুন্দরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা হিল জামান জানান, পরিত্যক্ত লাশ দেখে স্থানীয়রা খবর দেন।
কারা ও কি কারনে তাকে হত্যা করেছে জানা যায়নি। মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
Comment here