সুন্দরগঞ্জে মাদক কারবারি গ্রেফতার - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

সুন্দরগঞ্জে মাদক কারবারি গ্রেফতার

জয়ন্ত সাহা যতন : গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ২’শ ৫০ গ্রাম ওজনের গাঁজাসহ আব্দুর রহমান বসুনিয়া (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃত মাদক কারবারি আব্দুর রহমানকে আদালতে পাঠানো হয়। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামানের নেতৃত্বে থানার এসআই আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে পৌর শহরের মিঠু হোটেলের পিছনে দাসপাড়া থেকে মাদক কারবারি আব্দুর রহমানকে গ্রেফতার করা হয়।

সে পার্শ্ববর্তী হোসেন আলী বসুনিয়ার পুত্র। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিজ্ঞ আদালতে আরো ২টি মামলা বিচারাধীন রয়েছে।

মুঠোফোনে কথা হলে বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ- আব্দুল্লাহিল জামান জানান, এব্যাপারে মাদক কারবারি আব্দুর রহমানের বিরুদ্ধে থানায় একটি মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

Comment here