অনলাইন ডেস্ক : ভুত নিয়ে গবেষণা করেন স্টিভ হাফ। সম্প্রতি তিনি বেশ আলোচনায় এসেছেন তার এক গবেষণার দুটি ভিডিও প্রকাশ করে। বিশেষ করে ভারতীয়দের কাছে তিনি বেশ পরিচিতি পেয়েছেন প্রায়ত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ‘আত্মার সঙ্গে কথা বলে’। সামাজিক যোগযোগমাধ্যমে ভিডিও দুটি ভাইরাল হয়েছে।
প্যারানরমাল এ বিশেষজ্ঞ মূলত মৃত্যুর আগে সুশান্তের সঙ্গে কী কী হয়েছিল জানার চেষ্টা করছিলেন। স্টিভ হাফের দাবি, মৃত সুশান্তের আত্মা তার সঙ্গে শান্তভাবেই কথা বলেছে।
স্টিভ এও দাবি করেছেন, এই প্রথম তিনি কোনো ভারতীয়র আত্মার সঙ্গে কথা বললেন।
প্রথম ভিডিওতে দেখা যায় স্টিভ একটি স্বচ্ছ পাথর ঘুরিয়ে ঘুরিয়ে সুশান্তের আত্মার সঙ্গে কথা বলতে চাচ্ছিলেন। তিনি বলেন, আমি কি সুশান্তের সঙ্গে যোগযোগ করছি? স্পিকার থেকে উত্তর আসে, ‘স্টিভকে বলুন আমি আছি।’
দ্বিতীয় ভিডিওতে স্টিভের প্রশ্নের উত্তরে ‘কিছু ভালবাসা চাই’ বলেন সুশান্ত। শেষের দিকে মৃত্যুর ঠিক আগে কী হয়েছিল জানতে চাওয়া হলে সুশান্তের আত্মা বলে, ‘কিছু মানুষের সঙ্গে তর্ক হয়েছিল।’
তৃতীয় ভিডিওতে দেখা যায়, স্টিভ সুশান্তকে প্রশ্ন করছেন, তুমি এখন সেখানে কমন আছো? উত্তরে ভেসে আসে, ‘তারা আমাকে নিরাপদ রেখেছে। আমি আমার মায়ের সঙ্গে আছি।’
ইউটিউবে ভিডিওটি দেখে এক ব্যক্তি মন্তব্য করেন, ‘এ অসম্ভব। হতে পারে না। আমি থামাতে পারছি না নিজেকে। হুবহু সুশান্তের স্বর। আমি সুশান্তকে খুব মিস করছি। আমি তাকে প্রতিদিন মিস করি। এবং তার মৃত্যু এমনই একটি রহস্য।’
টুইটারে একজন লিখেছেন, ‘তার কণ্ঠ শুনে আমার মন কাঁদে। তোমার আত্মার শান্তি কামনা করি। মৃত্যু শেষ নয় – তুমি বেঁচে থাকবে আমাদের হৃদয়ে।’
এর আগে মাইকেল জ্যাকসন ও প্যাট্রিক হেনরির মতো সেলিব্রিটিদের সঙ্গে যোগযোগ হয়েছে বলেও দাবি করেছিলেন স্টিভ হাফ।
Comment here