সুষ্ঠু পরিকল্পনায় দেশ এগোলে উন্নয়ন সম্ভব : প্রধানমন্ত্রী - দৈনিক মুক্ত আওয়াজ
My title
জাতীয়লিড নিউজ

সুষ্ঠু পরিকল্পনায় দেশ এগোলে উন্নয়ন সম্ভব : প্রধানমন্ত্রী

সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে যদি কোনো দেশ এগুতে পারে তাহলে উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘গত ১০ বছরে আওয়ামী লীগ সরকার তা প্রমাণ করেছে।’

গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ বুধবার দেশের বিভিন্ন জায়গায় ৬৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘একটা সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে যদি কোনো দেশ এগুতে পারে, তা হলে উন্নয়ন সম্ভব। গত ১০ বছরে আওয়ামী লীগ সরকার তা প্রমাণ করেছে। সারাবিশ্বে অর্থনৈতিক মন্দার মধ্যেও বাংলাদেশের উন্নতি বাধাগ্রস্ত হয়নি।’

তিনি বলেন, ‘দেশি-বিদেশি বিনিয়োগের ক্ষেত্র তৈরি করতেই ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে। সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে পারলে উন্নয়ন সম্ভব তা আবারও প্রমাণিত হয়েছে। এখন বেকারত্ব দূর করতে কাজ করছে সরকার।’

শেখ হাসিনা বলেন, ‘অর্থনৈতিক অঞ্চল তৈরির জন্য যাদের জমি অধিগ্রহণ করা হয়েছে আর্থিক সহায়তা পাবেন তারা। পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের এই অর্থনৈতিক অঞ্চলে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়া হবে।’

দেশের তরুণদের জন্য কর্মসংস্থান তৈরি করাই এখন মূল লক্ষ্য মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমার খুব ভালো লাগছে অনেক ছেলেমেয়ে বিদেশ থেকে পড়াশোনা শেষ করে দেশে এসে ব্যবসার হাল ধরছে। শিল্পায়ন নিয়ে কাজ করছে। এভাবেই এগিয়ে যাবে দেশের অর্থনীতি। আমার মূল লক্ষ্যই এখন কর্মসংস্থান তৈরি করা, দারিদ্র্য বিমোচন করা। এসব পদক্ষেপেই দেশের জিডিপি এখন ৮ দশমিক ৩ শতাংশে পৌঁছে গেছে।’

এ সময় গণভবনে প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও বসুন্ধরা গ্রুপের চিফ অপারেটিং অফিসার (সিওও) মো. ফখরুদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।

Comment here