সেপ্টেম্বরে ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী - দৈনিক মুক্ত আওয়াজ
My title
আন্তর্জাতিক

সেপ্টেম্বরে ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক : আগামী সেপ্টেম্বরে ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এ রাষ্ট্রীয় সফরে যাবেন তিনি।

আজ সোমবার নয়াদিল্লী থেকে ফিরে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।নয়া দিল্লিতে যৌথ পরামর্শক কমিটির বৈঠকে অংশ নিতে গিয়েছিলেন তিনি।

ভারত সফরের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন বলেন, সফর ফলপ্রসূ হয়েছে। ৫৪ অভিন্ন নদীর পানি বণ্টন নিয়ে দুদেশ একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে। সব নদী দিয়ে যাতায়াতের প্রম্তাব নিয়েও ভারতে ইতিবাচক আশ্বাস দিয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেপ্টেম্বরের শুরুর দিকে ভারত সফর করতে পারেন বলে জানান তিনি।

হজরত শাহজালাল বিমানবন্দরে ভারত থেকে ফিরে সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। ছবি : আমাদের সময়
হজরত শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। ছবি : দৈনিক মুক্ত আওয়াজ

 

ড. মোমেন বলেন, তার আগে নদী কমিশনের বৈঠক হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ সময় ভারত থেকে গম আমদানির ব্যাপারে তিনি বলেন, ‘যাদের এলসি আছে তাদের গম আমদানিতে কোনো বাধা নেই। সরকারিভাবেও আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।’

বন্যা মোকাবিলায় বাংলাদেশ-ভারত আবহাওয়ার তথ্য বিনিময় করতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

 

Comment here