নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের ঝুঁকির মধ্যেই সৌদি আরব থেকে ৪০৬ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় সৌদি এয়ারলাইন্সের এসভি-৩৮০৫ নম্বর ফ্লাইটে তারা ঢাকায় অবতরণ করেন।
দেশে ফেরা এই ৪০৬ জনের মধ্যে অনেকেই সৌদি আরবে ওমরা পালন করতে গিয়ে আটকে পড়েছিলেন। সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান।
সৌদি ফেরত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হবে কি না- সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু জানাতে পারেনি বিমানবন্দর স্বাস্থ্য বিভাগ।
তবে বিমানবন্দর সূত্র জানিয়েছে, ৪০৬ জনকেই থার্মাল স্ক্যানারে স্ক্রিনিং করা হবে। পরে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী কারও শরীরে করোনাভাইরাসের উপসর্গ পাওয়া গেলে, তাদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হবে। শরীরের তাপমাত্রা বেশি থাকলে তাদের কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হবে।
সরকাররি সিদ্ধান্তে সৌদি আরবের বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট ওঠা-নামায় নিষেধাজ্ঞা জারি আছে। তবে বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে এবং ওমরাহ যাত্রীদের মানবিক বিবেচনায় তারা বিশেষ এই ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়।
Comment here