সারাদেশ

স্কয়ার ফার্মার আগুন ৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরের কাঠালিয়া এলাকায় স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কারখানার ভিতরে একটি নতুন ইউনিটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট সাড়ে ৭ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বিপুল পরিমাণ সেলাইন, ট্যাবলেট তৈরির উপকরণ, কেমিক্যাল পুড়ে গেছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইফুল ইসলাম জানান, আজ সোমবার দুপুর সোয়া ১২টার দিকে কারখানার লার্জ ভলিউম প্যারেন্টালতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। পরে আগুনের ব্যাপকতার কারণে মির্জাপুর, সাভার ইপিজেডসহ আশেপাশের আরও ১৬টি ইউনিট আগুন নেভাতে চেষ্টা করে। পরে তাদের সম্মিলিত প্রচেষ্টায় সাড়ে ৭ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ভেতরে থাকা বিপুল পরিমাণ তরল কেমিক্যাল, প্লাস্টিক, মেশিনপত্র থাকায় আগুনের প্রচণ্ড কালো ধোঁয়ার কারণে আগুন নেভাতে বেশি সময় লেগেছে বলে জানান গাজীপুর ফায়ার সার্ভিসের উপ- পরিচালক আব্দুল হামিদ মিয়া।

তিনি বলেন, প্লান্টের এক অংশের আগুন নিয়ন্ত্রণে আনতেই অপর অংশে আগুন জ্বলে উঠছে। পরে বিভিন্ন কৌশল অবলম্বন করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

 

Comment here

Facebook Share