চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরে মা-বাবাকে হত্যার হুমকি দিয়ে পঞ্চম শ্রেণির ছাত্রীকে আদালতে নিয়ে ‘জোর করে বিয়ের’ পর ‘ধর্ষণের’ অভিযোগ উঠেছে।
অভিযুক্ত মো. আলীকে গতকাল রোববার বিকেলে আটক করে পুলিশ। আজ সোমবার সকালে মেয়েটির বাবা চাঁদপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করার পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
মেয়েটির বরাত দিয়ে পুলিশ জানায়, মেয়েটির বাবা ও মো. আলী দুজনই ভাঙারি ব্যবসায়ী। ব্যবসায়িক পরিচয়ের সুবাদের তাদের বাড়িতে আসা-যাওয়া ছিল তার। বাবা-মাকে হত্যার হুমকি দিয়ে গত ২৪ জানুয়ারি জোর করে মেয়েটিকে কোর্টে নিয়ে বিয়ে করেন আলী, পরেরদিন ‘ধর্ষণ’ করেন।
মেয়েটির পরিবার বলছে, তাদের অজান্তে অপ্রাপ্তবয়স্ক মেয়েকে জোর করে কোর্টে নিয়ে বিয়ে ও ধর্ষণ করেছেন মো. আলী। তারা এর সুষ্ঠু বিচার চান।
Comment here