স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন কারাবন্দিরা - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন কারাবন্দিরা

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, করোনায় সাক্ষাৎ বন্ধ থাকায় কারাবন্দিরা স্বজনদের সঙ্গে সপ্তাহে এক দিন ১০ মিনিট করে মুঠোফোনের পাশাপাশি ভিডিও কলেও যেন কথা বলতে পারেন, সে উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (২৭ ফেব্রুয়ারি) সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ১২তম ব্যাচ ডেপুটি জেলার এবং ৫৯তম কারারক্ষী ও নারী কারারক্ষীর বুনিয়াদি প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


কারাগার ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের অংশ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা অনুযায়ী কারাগারকে সংশোধনাগারে রূপান্তর করতে ব্যাপক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে। বর্তমান সরকারের আমলেই ২০০ বছরের ইতিহাসে সকালের নাশতায় রুটি, গুড়ের পরিবর্তে সপ্তাহে চার দিন সবজি-রুটি, দুদিন খিচুড়ি ও এক দিন হালুয়া রুটি দেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘কারাগারগুলো কারাবন্দিদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে পরিণত করে সমাজের মূল ধারায় ফিরিয়ে দেওয়ার গুরুদায়িত্ব পালন করছে।’
কারাভ্যন্তরে বন্দিদের সঙ্গে আরও মানবিক আচরণ করার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মানবিক আচরণ প্রদর্শন ও প্রশিক্ষণের মাধ্যমে অপরাধীদের চরিত্র সংশোধন করতে হবে। এ জন্য কারা কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি ও যুগোপযোগী প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে।’


এ সময় মন্ত্রী খোলা জিপে করে প্যারেড গ্রাউন্ড এবং অভিবাদন গ্রহণ করেন। পরে মন্ত্রী বিভিন্ন ক্যাটাগরিতে সাত প্রশিক্ষণার্থীর হাতে পুরস্কার তুলে দেন।


স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মোকাব্বের হোসেন, কারা মহাপরিদর্শক আনিসুল হকসহ বিভিন্ন কারাগারের জেল সুপার, জেলারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

Comment here