ছোট পর্দাবিনোদন

“স্বপ্ন পূরণের লক্ষে রিচার্ড জনির আপ্রাণ চেষ্টা”

এম ফাহিম ফয়সাল স্মরণ: “জনি” “শব্দ টা শুনলেই মনে হয় ছোটোবেলায় পরেছি জনি জনি ইয়েস পাপা”, দিনাজপুরের ছেলে “জনি”,পুরো নাম রিচার্ড জনি।ছেলেটি খ্রিস্টান ধর্মের।

ছোটো থেকেই ভালো কিছ করার আপ্রাণ চেষ্টা করছে রিচার্ড জনি।অনেক সপ্ন নিয়ে আশা নিয়ে জনি ছুটে আসে ঢাকা। এ বিসাল ঢাকায় জনি তার চাচার বাসায় থেকে পরাশুনা করে। তার সপ্ন সে ইউটিউবার হবে।সে নিজে টিউশনির টাকা জমিয়ে ১ টা কেমেরা কিনে।এর পর শুরু হলো নতুন নতুন কন্টেন আবিষ্কার। তার ইউটিউব চেনেল এর নাম ”Red Media Flims” তার চেনেলে এখন প্রায় ২০,০০০ সাবস্কাইবার। এখন ও নতুন নতুন কাজ নিয়ে এগিয়ে যাচ্ছে জনি।

সামনে কুরবানীর ঈদে জনি আরফান নিশো কে নিয়ে কাজ করবেন বলে জানিয়েছেন।জনি বলেছেন মানুষের ভালোবাসা নিয়েই বড় হতে চাই। আর যেকনো কাজে সফল হতে গেলে মানুষের দোয়া লাগে।

 

Comment here

Facebook Share