দেশের বাজারে প্রতি ভরি ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণের দাম বেড়েছে ১ হাজার ৭৩ টাকা। নতুন দামে প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ১৬ হাজার ৯৫৫ টাকা।
আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আগামীকাল বুধবার থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে বাজুস।
নতুন দামে ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ১১ হাজার ৬৩৬ টাকায়, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণ ৯৫ হাজার ৬৯১ টাকায় এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণ ৭৯ হাজার ১১৭ টাকায়।
স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ১০০ টাকায়, ২১ ক্যারেট ২ হাজার ৬ টাকায়, ১৮ ক্যারেট ১ হাজার ৭১৫ টাকায় এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপা ১ হাজার ২৮৩ টাকায়।
Comment here