দেশের বাজারে স্বর্ণের সর্বোচ্চ ৮ হাজার ৯০০ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
বুধবার (২৯ অক্টোবর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দাম বৃহস্পতিবার (৩০ অক্টোবর) থেকে কার্যকর হবে।
স্বর্ণের নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট এক ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২ হাজার ৭০৯ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৯৩ হাজার ৫০৬ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৬৫ হাজার ৮৬২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৩৭ হাজার ৮৪৫ টাকা।
স্বর্ণের দাম কমানো হলেও অপরিবর্তিত থাকছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ২ হাজার ৬০১ টাকা।



Comment here