ঢাকাসমগ্র বাংলা

স্বামীকে তালাক দেওয়ায় পোশাক শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা!

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় সাবেক স্বামীর ছুরিকাঘাতে এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকার অ্যাপেক্স লিমিটেড কারখানার সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ওই পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনাস্থল থেকে তার স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

নিহত সালমা বেগম গাইবান্ধার শাহঘাটা থানার বেলতলী গ্রামের শাহ আলীর মেয়ে। তিনি চন্দ্রা ছাপড়া মসজিদ এলাকার বাছেদ মিয়ার বাড়িতে ভাড়ায় থেকে স্থানীয় অ্যাপেক্স কারখানায় চাকরি করতেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, নিহত সালমা বেগমের সঙ্গে পরকীয়া রয়েছে- এমন সন্দেহে তার স্বামী লিটন মিয়া প্রায়ই ঝগড়া হতো। এ ঘটনাকে কেন্দ্র করে এক মাস আগে সালমা তার স্বামীকে তালাক দেন। এতে ক্ষিপ্ত হয়ে লিটন মিয়া আজ বৃহস্পতিবার সকালে অ্যাপেক্স ল্যাঞ্জারী লিমিটেড কারখানার সামনে সালমার পথরোধ করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান সালমা।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে এবং স্বামীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Comment here

Facebook Share