নিজস্ব প্রতিবেদক,বগুড়া : বগুড়ায় নতুন করে আরেকজন নারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ৩৫ বছর বয়সী আক্রান্ত ওই নারীর বাড়ি সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে।
গতকাল বুধবার রাত সাড়ে ৯টায় দিকে ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
মোস্তাফিজুর রহমান জানান, জেলায় এখন মোট ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে একজন সুস্থ হয়েছেন। বাকি ১৭ জন রোগী চিকিৎসাধীন।
নতুন সংক্রমিত নারী সম্পর্কে ডেপুটি সিভিল সার্জন জানান, আক্রান্ত নারীর হেলথ টেকনিশান স্বামী গত ২২ এপ্রিল করোনায় পজিটিভ আসে। স্বামীর সংস্পর্শে আসায় তিনিও করোনায় আক্রান্ত হলেন।
এই স্বাস্থ্যকর্মকর্তা আরও জানান, গতকাল তাদের হাতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে ১৮৮ জনের ফলাফলের রিপোর্ট আসে। সেই ফলাফল অনুযায়ী চারজনের পজিটিভ এসেছে। তাদের মধ্যে একজন বগুড়ার ও ৩ জন জয়পুরহাটের। বাকি ১৮২ জনের ফলাফল নেগেটিভ। সেই সঙ্গে অবশিষ্ট দুজনের ফলাফল পুণরায় পরীক্ষা করা হবে।
Comment here