স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে, নারী চিকিৎসকের গলা কেটে পালালেন প্রেমিক - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে, নারী চিকিৎসকের গলা কেটে পালালেন প্রেমিক

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পান্থপথের একটি আবাসিক হোটেল থেকে জান্নাতুল নাঈম সিদ্দীক (২৭) নামের এক নারী চিকিৎসকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে পান্থপথের ফ্যামিলি সার্ভিস অ্যাপার্টমেন্ট নামের আবাসিক হোটেলের ৪ তলার ৩০৫ নম্বর রুম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

জান্নাতুল মগবাজার কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাস করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্ত্রী ও গাইনি বিষয়ে একটি কোর্সে অধ্যয়নরত ছিলেন।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, স্বামী-স্ত্রী পরিচয়ে রেজাউল করিম রেজা নামের এক যুবকের সঙ্গে ওই হোটেলটিতে উঠেছিলেন জান্নাতুল। এরপর সুযোগ বুঝে তার গলা কেটে হত্যা করে পালিয়ে যান রেজাউল। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আলামত সংগ্রহ করেছে।

 

 

ওসি আরও জানান, ময়নাতদন্তের জন্য নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্বামী পরিচয় দেওয়া ওই যুবক পলাতক রয়েছে। তাকে ধরতে অভিযান চালানো হচ্ছে।

 

Comment here