নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ হোম আইসোলেশনে আছেন। তার পরিবারের এক সদস্য করোনাভাইরাসে আক্রান্ত বলে জানা গেছে।
হোম আইসোলেশনে থাকার বিষয়টি আজ মঙ্গলবার অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ নিজেই দৈনিক আমাদের সময়কে জানিয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘আমি অসুস্থ। বাসা থেকে চিকিৎসা করাচ্ছি।’
এদিকে, ডা. আবুল কালামের অনুপস্থিতিতে তার দায়িত্ব পালন করছেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। মহাপরিচালক জানান, তিনি হোম আইসোলেশনে থাকায় অধ্যাপক ডা. নাসিমা সুলতানাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
Comment here