নিজস্ব প্রতিবেদক : জাতীয় সম্মেলনের মধ্য দিয়ে আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি ঘোষণা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নির্মল রঞ্জন গুহ এবং সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন আফজালুর রহমান বাবু।
আজ শনিবার রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী উদ্যোনে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ নাম ঘোষণা করেন। এর আগে স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলনের উদ্ধোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সম্মেলনে প্রধানমন্ত্রী ইছহাক মিয়াকে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেক লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে আনিসুর রহমান নাইমকে দায়িত্ব দিয়েছেন।
অন্যদিকে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হয়েছেন কামরুল হাসান এবং সাধারণ সম্পাদক পদে তারেক সাইদকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিস্তারিত আসছে…
Comment here