আন্তর্জাতিক

হংকংয়ে কয়েকটি মার্কিন সংস্থার বিরুদ্ধে চীনের নিষেধাজ্ঞা আরোপ

নিজস্ব প্রতিবেদক : হংকংয়ে কার্যক্রম করা বেশ কয়েকটি মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন।গতকাল মঙ্গলবার চীনের তরফ থেকে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়।

চীনের দাবি,এসব প্রতিষ্ঠান চীনের বিপক্ষে আন্দোলরত হংকংবাসীকে মদদ দিচ্ছে। তবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছুনইং এ বিষয়ে বিস্তারিত কিছুই বলেননি।

মার্কিন গণমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে,চীন যেসব মার্কিন সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে তাদের মধ্যে হিউম্যান রাইটন ওয়াচ, ন্যাশনাল ইনডোমেন্ট ফর ডেমোক্রেসি, ফ্রিডম হাউস অন্যতম। এসব সংস্থার অধিকাংশেরই হংকংয়ে কার্যালয় রয়েছে।

এর আগে  জাহাজ ও বিমানসহ  মার্কিন সেনাদের হংকং সফরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন।

সম্প্রতি মার্কিন কংগ্রেসে হংকংয়ের বিক্ষোভকারীদের সমর্থনে আইন পাশ হয়েছে।  আবার চীনের শিন জিয়াং প্রদেশের উইগুর মুসলিম সম্প্রদায়ের অধিকার রক্ষার বিল পেশ হয়েছে মার্কিন কংগ্রেসে।

এদিকে, হংকংয়ে আন্দোলনরতরাও মার্কিন প্রশাসনকে তাদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন। তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। অনেক আন্দোলককারীর হাতেই মার্কিন যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।

Comment here

Facebook Share