হবিগঞ্জের নবীগঞ্জে এক নারীকে ধর্ষণের পর হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদ- দেওয়া হয়েছে। গতকাল সোমবার বিকালে হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হালিম উল্লা চৌধুরী এ রায় দেন। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
দ-প্রাপ্তরা হলেনÑ নবীগঞ্জ উপজেলার আনমুনা গ্রামের আবদুল খালেকের ছেলে রাজু মিয়া, একই উপজেলার হরিপুর গ্রামের আবদুন নুরের ছেলে আবদুল মন্নাফ, একই গ্রামের
বাজনা মিয়ার ছেলে বাবুল মিয়া ও বাসডর গ্রামের মখলিছ মিয়ার ছেলে সাইদুল ইসলাম।
হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর আবুল হাসেম মোল্লা মাসুম জানান, ২০০২ সালের ২০ আগস্ট আসামিরা নবীগঞ্জ উপজেলার হরিপুর গ্রামের আরব আলীর কন্যা ফাতেহা বেগমকে জোরপূর্বক ধরে নিয়ে রাতভর সংঘবদ্ধভাবে ধর্ষণের পর হত্যা করে লাশ পাশের বরাক নদীতে ফেলে দেয়। খবর পেয়ে পর দিন পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে আসে। এ ঘটনায় নিহতের বড় বোন রওশন আরা বাদী হয়ে ছয়জনকে আসামি করে নবীগঞ্জ থানায় একটি হত্যা ও ধর্ষণ মামলা করেন।
হবিগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক (ওসি) আল আমিন জানান, দ-প্রাপ্তদের বিকালে কারাগারে পাঠানো হয়েছে।
Comment here