হাতীবান্ধায় যৌন হয়রানীর প্রতিবাদে মানববন্ধন - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

হাতীবান্ধায় যৌন হয়রানীর প্রতিবাদে মানববন্ধন

পরিমল চন্দ্র বসুনিয়া,লালমনিরহাট প্রতিনিধি: হাতীবান্ধা উপজেলায় সহকর্মী শিক্ষক কৃর্তক যৌন হয়রানীর প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় লোকজন। বুধবার দুপুরে ওই উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের দক্ষিন গড্ডিমারী মোক্তারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে গত ২৬ ফেব্রুয়ারি ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক এম এ সোবাহান একই বিদ্যালয়ের এক ভোলান্টিয়ার শিক্ষিকাকে যৌন হয়রানী করেন।
জানা গেছে, ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক এম এ সোবাহান বিভিন্ন সময় একই বিদ্যালয়ের এক ভোলান্টিয়ার শিক্ষিকাকে কুপ্রস্তাব দিয়ে আসছে। গত ২৬ ফেব্রুয়ারি ওই শিক্ষিকাকে অফিস কক্ষে একা পেয়ে যৌন হয়রানী করেন শিক্ষক এম এ সোবাহান। এ ঘটনায় ওই শিক্ষিকা বাদী হয়ে স্থানীয় থানায় একটি মামলা দায়ের করে।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ দিন পার হলেও ওই শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি ও শিক্ষা বিভাগ। আমরা এলাকাবাসী ওই শিক্ষকের বিচার দাবি করছি।
হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা বোলাল হোসেন বলেন, পুরো বিষয়টি তদন্ত চলছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Comment here