হাসপাতালের পথে খালেদা জিয়া - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

হাসপাতালের পথে খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শারীরিক পরীক্ষার জন্য আবারও হাসপাতালে নেওয়া হচ্ছে। বুধবার (৬ এপ্রিল) বিকেলে ৪টার দিকে বেসরকারি হাসপাতাল এভারকেয়ার উদ্দেশে বাসা থেকে বের হয়েছেন।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন।


জানা গেছে, মঙ্গলবার চিকিৎসকদের একটি টিম খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ অবস্থা পর্যবেক্ষণ শেষে তাকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেন। প্রথমে খালেদা জিয়া রাজি না হলেও চিকিৎসক টিম তাকে হাসপাতালে নেওয়ার কারণ বোঝাতে সক্ষম হয়।

এর আগে ৮১ দিন চিকিৎসা নেওয়ার পর ১ ফেব্রুয়ারি বাসায় ফিরেন বিএনপির চেয়ারপারসন।

দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে পাঠানো হয়। করোনার কারণে ২০২০ বছরের ২৫ মার্চ সরকার শর্তসাপেক্ষে তাকে সাময়িক মুক্তি দেয়। এখন পর্যন্ত পাঁচবার খালেদা জিয়ার মুক্তির সময় বাড়ানো হয়েছে।
 

Comment here