বিনোদন প্রতিবেদক : হাসপাতাল থেকে বাসায় ফিরলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। করোনা আক্রান্ত হওয়ার পর গত ৪ নভেম্বর রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বর্তমানে তিনি অনেকটাই সুস্থ, তাই আজ দুপুরে হাসপাতাল থেকে বাসায় ফিরেন এই অভিনেতা। বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন অপূর্ব’র ঘনিষ্ঠ বন্ধু ও নাট্যনির্মাতা মিজানুর রহমান আরিয়ান।
তিনি জানান, করোনা আক্রান্ত হবার পর অপূর্বের শারীরিক অবস্থা জটিল হলে তাকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। এরপর শারীরিক অবস্থার কিছুটা উন্নত হলে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। করোনায় তার ফুসফুসের ৩৫ শতাংশ আক্রান্ত হয়। রক্তে একাধিক ইনফেকশনও ধরা পড়ে। পরে অপূর্বকে প্লাজমা দেওয়া হয়। তবে বর্তমানে অবস্থার উন্নতি হয়েছে। গত কয়েকদিনে অপূর্বের রিপোর্ট ভালো এসেছে।
সবশেষ অপূর্ব অংশ নেন শিহাব শাহীনের ‘যদি, কিন্তু…তবুও’ সিনেমার শুটিংয়ে। এই শুটিংয়েই অসুস্থ হয়ে পড়লে তার করোনা টেস্ট করা হয় এবং তা পজিটিভ আসে। বর্তমানে অপূর্বের অসুস্থতার জন্য সিনেমার শুটিং বন্ধ আছে।
হাসপাতাল থেকে বাসায় ফিরলেন অপূর্ব
11/11/20200
সম্পরকিত প্রবন্ধ
10/07/20190
শাকিবের নায়িকা আবারও উপস্থাপিকা
বেসরকারি টেলিভিশন চ্যানেলের সংবাদ পাঠিকা ছিলেন শবনম বুবলী। বড়পর্দায় তার অভিষেক হয় শাকিব খানের বিপরীতে ‘বসগিরি’ ছবির মধ্যদিয়ে। এরপর ‘শাহেনশাহ’ ছবির সুবাদে উপস্থাপিকা থেকে রোদেলা জান্নাতও পা রাখেন বড়পর্
Read More
08/09/20200
অভিনেত্রী রিয়া গ্রেপ্তার
বিনোদন ডেস্ক ; সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ৮৬ দিন পর গ্রেপ্তার করা হলো তার বান্ধবী রিয়া চক্রবর্তীকে। আজ মঙ্গলবার দুপুরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাকে গ্রেপ্তার দেখায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি
Read More
05/04/20190
আট নাটকের শুটিং চলছে শ্রীমঙ্গলে
শ্রীমঙ্গলে একসঙ্গে চলছে আটটি নাটকের শুটিং। এসব নাটকের শুটিংয়ের জন্য চারজন তারকা অবস্থান করছেন শ্রীমঙ্গলে। আছেন চারজন নির্মাতাও।
গতকাল নির্মাতা এল আর সোহেল বলেন, সপ্তাহখানেক আগে অভিনয়শিল্পী মুমতাহিন
Read More
Comment here