ঢাকাসমগ্র বাংলা

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন ঢাবির সেই ছাত্রী

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কুর্মিটোলায় ধর্ষণের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই ছাত্রী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন।

সাংবাদিকদের তিনি জানান, মেয়েটি সব ধরনের ট্রমা ও সমস্যা কাটিয়ে এখন সুস্থ আছে। তাই বোর্ড চিকিৎসকদের পরামর্শে তাকে রিলিজ দেওয়া হয়েছে। এ ছাড়া পরবর্তী সময়ে কোনো সমস্যা হলে তাকে আবারও আসতে বলা হয়েছে।

গত রোববার সন্ধ্যা ৭টার দিকে কুর্মিটোলা বাসস্টপে ওই ছাত্রী ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় বুধবার ভোরে মজনুকে রাজধানীর শ্যাওড়া থেকে গ্রেপ্তার করে র‌্যাব।

গতকাল প্রাথমিক জিজ্ঞাসাবাদে মজনু ওই ধর্ষণের ঘটনায় তার সম্পৃক্ত থাকার তথ্য দিয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

এ ঘটনায় তরুণীর বাবা গত সোমবার ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। পরে তা তদন্তের দায়িত্ব দেওয়া হয় ডিবিকে।

Comment here

Facebook Share