হোটেল কক্ষে ‘অতিথি’, মিশারাকে ফেরত পাঠানোর কারণ এটিই - দৈনিক মুক্ত আওয়াজ
My title
খেলাধুলা

হোটেল কক্ষে ‘অতিথি’, মিশারাকে ফেরত পাঠানোর কারণ এটিই

(ক্রীড়া প্রতিবেদক) ইয়ামিন ভূঁইয়া,ঢাকা ; বাংলাদেশ সফরের জন্য ঘোষিত ১৮ সদস্যের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছিলেন মিশারা। প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ ম্যাচ খেলে তিনি ৬৬৬ রান করেছেন, ফিফটি রয়েছে ৬টি। এর আগে দেশের হয়ে তিনটি টি-টোয়েন্টি খেলেছেন এই বাঁহাতি ওপেনার। এখনো আন্তর্জাতিক ক্রিকেটে তেমন সাফল্য পাননি। তবে সংবাদ সংস্থা এএফপির খবর, মিশারা টিম হোটেলে নিজের কক্ষে ‘অতিথি’ আমন্ত্রণ জানিয়েছিলেন, যা দলের আচরণবিধির পরিপন্থি। নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র এএফপিকে জানিয়েছে, ‘আমরা হোটেলের সিসিটিভি ফুটেজ দেখেছি। আমরা যা দেখেছি, সেটা নিয়ে তাঁর সঙ্গে কথা বলব।’

Comment here