(ক্রীড়া প্রতিবেদক) ইয়ামিন ভূঁইয়া,ঢাকা ; বাংলাদেশ সফরের জন্য ঘোষিত ১৮ সদস্যের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছিলেন মিশারা। প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ ম্যাচ খেলে তিনি ৬৬৬ রান করেছেন, ফিফটি রয়েছে ৬টি। এর আগে দেশের হয়ে তিনটি টি-টোয়েন্টি খেলেছেন এই বাঁহাতি ওপেনার। এখনো আন্তর্জাতিক ক্রিকেটে তেমন সাফল্য পাননি। তবে সংবাদ সংস্থা এএফপির খবর, মিশারা টিম হোটেলে নিজের কক্ষে ‘অতিথি’ আমন্ত্রণ জানিয়েছিলেন, যা দলের আচরণবিধির পরিপন্থি। নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র এএফপিকে জানিয়েছে, ‘আমরা হোটেলের সিসিটিভি ফুটেজ দেখেছি। আমরা যা দেখেছি, সেটা নিয়ে তাঁর সঙ্গে কথা বলব।’
হোটেল কক্ষে ‘অতিথি’, মিশারাকে ফেরত পাঠানোর কারণ এটিই
24/05/20220

সম্পরকিত প্রবন্ধ
06/02/20200
ঢাকা ১০-এ আলোচনায় সাকিব আল হাসান
সানাউল হক সানী : পদত্যাগ ও মৃত্যুজনিত কারণে শূন্য হওয়া পাঁচটি সংসদীয় আসনে মার্চের তৃতীয় সপ্তাহে উপনির্বাচন হতে পারে। এ নিয়ে আওয়ামী লীগে শুরু হয়েছে তোড়জোড়। ইতোমধ্যেই বিভিন্ন পর্যায়ের অনেকে মনোনয়ন প্রত্
Read More
02/06/20190
ফিজের পর সাইফ উদ্দিনের আঘাত
ক্রিজে থিতু হওয়া ব্যাটসম্যান ভ্যান ডুসেনকে বোল্ড করে সাজঘরে পাঠান মোহাম্মদ সাইফ উদ্দিন। আউট হওয়ার আগে ভ্যান ডুসেন ৪১ রান করে সাজঘরে ফেরেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৪০ ওভারে ৫
Read More
19/02/20200
অধিনায়কত্ব হারাচ্ছেন মাশরাফি
ক্রীড়া প্রতিবেদক : বিশ্বকাপের পর থেকে বাংলাদেশের জার্সি গায়ে কোনো ম্যাচ খেলতে না নামলেও ওয়ানডে অধিনায়ক হিসেবে আছেন মাশরাফি বিন মোর্ত্তজা। অবশেষে শেষ হতে যাচ্ছে মাশরাফি যুগ। অধিনায়ক হিসেবে ঘরের মাঠে জি
Read More
Comment here