আন্তর্জাতিক

‘হোমওয়ার্ক’ না করায় ছাত্রীকে ১৬৮ চড়!

শিক্ষার্থীদের ‘হোমওয়ার্ক’ দিয়েছিলেন শিক্ষিক। কিন্তু এক ছাত্রী তা পুরোপুরি না করায় সহপাঠীদের দিয়ে তাকে ১৬৮টি চড় মারিয়েছিলেন তিনি। এ ঘটনার পাঁচ মাস পর গতকাল সোমবার তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভারতের ভোপালে জাবুয়ায় সরকারি স্কুলে ঘটনাটি ঘটে। দেশটির সংবাদমাধ্যমগুলো বলছে, ওই ছাত্রীর বাবা অভিযোগ করে বলেছেন, তার ক্লাস সিক্সে পড়ুয়া মেয়ে অসুস্থ ছিল। তাই স্কুল থেকে দেওয়া হোমওয়ার্কপুরোপুরি করে নিয়ে যেতে পারেনি সে। এ কারণেই ওই শিক্ষিক এ কাজ করেন। তার মেয়েকে ১১ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত টানা ছয়দিন সহপাঠীদের দিয়ে ১৬৮টি চড় দেওয়ান বিজ্ঞানের শিক্ষক মনোজ কুমার।

মনোজের ভাষ্য ছিল, শাস্তি হিসেবে রোজ মেয়েটিকে চড় মারতে হবে। তার আদেশেই ওই ছাত্রীর ১৪ জন সহপাঠী ৬ দিন ধরে ১৬৮টি চড় দেয় তাকে।

গত ২২ জানুয়ারি মনোজ কুমারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তারপর থেকে তিনি পলাতক ছিলেন। গতকাল সোমবার তাকে গ্রেপ্তার করে পুলিশ।

Comment here

Facebook Share