নিজস্ব প্রতিবেদক : বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক উড়োজাহাজের সঙ্গে আরেকটির ধাক্কা লেগেছে। বোয়িং ৭৭৭ ও বোয়িং ৭৩৭ উড়োজাহাজের মধ্যে এই সংঘর্ষ হয়। এতে আঘাত করা উড়োজাহাজটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বোয়িং ৭৭৭ উড়োজাহাজের সামনের অংশে থাকা ওয়েদার রাডার নষ্ট হয়ে গেছে। আর বোয়িং ৭৩৭ উড়োজাহাজের লেজের ভার্টিকাল স্ট্যাবিলাইজার ভেঙে গেছে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল রোববার এ অনাকাঙ্ক্ষিতভাবে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে বিমানের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার।
আজ সোমবার শাহজালালের থার্ড টার্মিনাল নির্মাণ প্রকল্প পরিদর্শনে এসে ক্ষতিগ্রস্ত উড়োজাহাজটি পরিদর্শন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।
জানা যায়, হ্যাঙ্গারে আগে থেকেই বোয়িং ৭৭৭ উড়োজাহাজটি রক্ষণাবেক্ষণের জন্য রাখা ছিল। রোববার দুপুরে বোয়িং ৭৩৭ উড়োজাহাজটিও রক্ষণাবেক্ষণের জন্য সেখানে নেওয়া হচ্ছিল। সে সময় বোয়িং ৭৩৭ এর সামনের অংশের সঙ্গে ভেতরে থাকা ৭৭৭ উড়োজাহাজের পেছনে অংশের ধাক্কা লাগে।
Comment here