নিজস্ব প্রতিবেদক : ন্যাশনাল ইনস্টিটিউট অব অপথালমোলজি অ্যান্ড হাসপাতালের আউটডোর থেকে ১০ টাকায় টিকিট কিনে চোখ পরীক্ষা করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল মঙ্গলবার সকাল ৮টায় হাসপাতালে যান শেখ হাসিনা। তিনি নিয়মিত এ হাসপাতালে চোখের চিকিৎসা নিচ্ছেন। সেখানে পৌঁছার পর প্রধানমন্ত্রীকে স্বাগত জানান হাসপাতালের পরিচালক ও চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. গোলাম মোস্তফা।
এরপর সাধারণ রোগীর মতো ১০ টাকায় টিকিট কেটে চোখের পরীক্ষা করান প্রধানমন্ত্রী। হাসপাতাল ছাড়ার আগে সরকারপ্রধান হাসপাতালের চিকিৎসক, নার্স এবং আউটডোরে সেবা নিতে আসা লোকজনের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি চিকিৎসাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে ছবিও তোলেন।
Comment here