১২ জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

১২ জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি

নিজস্ব প্রতিবেদক: দেশের ১২ জেলার আগামী ২৪ ঘণ্টায় বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। এসব জেলা হচ্ছে সিরাজগঞ্জ, টাঙ্গাইল, নাটোর, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, চাঁদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, ঢাকা ও নারায়ণগঞ্জ।

গতকাল শনিবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদীগুলোর পানি সমতল হ্রাস পাচ্ছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এ ছাড়া ব্রহ্মপুত্র ও যমুনা নদ নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে, যা আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। রাজধানী ঢাকার আশপাশের নদীগুলোর পানি সমতল হ্রাস পাচ্ছে, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঢাকা সিটি করপোরেশন সংলগ্ন নিম্নাঞ্চলেরর বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।

দেশের ১০১টি পর্যবেক্ষণাধীন পানি সমতল স্টেশনের মধ্যে বৃদ্ধি ১৯টি এবং হ্রাস ৭৯টির এবং অপরিবর্তিত ৩টি, বন্যা আক্রান্ত জেলার সংখ্যা ১২, বিপদসীমার ওপরে নদীর সংখ্যা ১২, বিপদসীমার ওপর স্টেশনের সংখ্যা ১৬টি।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে- সুনামগঞ্জে ১০০ মিলিমিটার, মনু রেলওয়ে ব্রিজ ৫৩ মিলিমিটার ও ছাতকে ৫০ মিলিমিটার।

Comment here